• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নৌপরিবহন মন্ত্রণালয়ের এডিপি শতভাগ বাস্তবায়িত হবে

প্রকাশিত: মে ৩, ২০২১, ০৪:৩২ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের এডিপি শতভাগ বাস্তবায়িত হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নৌপরিবহন মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থাসমূহ চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের কাজের অগ্রগতি ভালো। জুনের মধ্যে এডিপির কাজ শতভাগ বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার ( মে) সচিবালয়ে প্রকল্প পরিচালকদের (পিডি) দ্রুত কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সকল পিডিরা উপস্থিত ছিলেন।

সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সভাকক্ষে সংস্থা প্রধানসহ সংশ্লিষ্টরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় জানানো হয়- নৌপরিবহন মন্ত্রণালয় ২০২০-২১ অর্থবছরে ৫৪টি প্রকল্প বাস্তবায়ন করছে। সংশোধিত এডিপিভুক্ত প্রকল্প ৪৪টি এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ১০টি। ৫৪টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে চার হাজার ৬৫৫ কোটি ৬২ লাখ টাকা। সংশোধিত এডিপিভুক্ত প্রকল্পের জন্য তিন হাজার ৯২৩ কোটি ১৪ লাখ এবং নিজস্ব প্রকল্পের জন্য ৭৩২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় হবে।

সংশোধিত এডিপিভুক্ত ৪৪টি প্রকল্পের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ১৯টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাতটি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দুটি, জাতীয় নদী রক্ষা কমিশনের একটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি, পায়রা বন্দর কর্তৃপক্ষের দুটি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দুটি, নৌপরিবহন অধিদফতরের একটি এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের আটটি প্রকল্প।

নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১০টি প্রকল্পের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঁচটি, বিআইডব্লিউটিসি তিনটি, মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের একটি প্রকল্প। ২০২০-২১ অর্থবছরে ৫৪টি প্রকল্পের মধ্যে ৯টি প্রকল্প সমাপ্ত করার কর্মসূচি রয়েছে। ২০২০-২১ অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দবিহীন নতুন ১৮টি প্রকল্প রয়েছে।

তরিকুল/নূর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ