• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি হয়নি: প্রকল্প পরিচালক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১১:১৮ পিএম

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি হয়নি: প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাাক্কা লাগার ঘটনায় সেতুর কোনো ক্ষতি হয়নি। যেটুকু আঘাত লেগেছে, সেটা নিয়ে চিন্তিত নন পদ্মা সেতু নির্মাণ সংশ্লিষ্টরা।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, সামান্যই (ক্ষতি) হয়েছে। এটা কোনো ব্যাপার না। ধাক্কা লাগতে পারে এমন চিন্তা তো আমাদের ছিল, যেহেতু বড় নদীর মধ্যে বড় জাহাজ যাবে। সেই প্রভিশন আছে, ধাক্কা লাগতে পারে। যেটুকু আঘাত লেগেছে, এটা নিয়ে আমরা চিন্তিত না। তবে এসব ঘটনা যাতে রিপিট না হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি।’

শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

ঘটনার পরেই পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি এমভি শাহজালালের সংঘর্ষের বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে আরও আছেন বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাহজাহান, বিআইডব্লিটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী ও এজিএম (প্রকৌশল) রুবেলুজ্জামান। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। এতে বলা হয়, ফেরিটি ‘সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায়’ তাকে বরখাস্ত করা হলো।
এর আগে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সেতুর ১৭ নম্বর পিলারে ‘শাহজালাল’ নামের রো রো ফেরির ধাক্কা লাগে।
তরিকুল


আর্কাইভ