• ঢাকা বুধবার
    ০৫ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

রবীন্দ্র-উইলিয়ামসনের জোড়া শতক, প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নিউজিল্যান্ড

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৭:১৬ পিএম

রবীন্দ্র-উইলিয়ামসনের জোড়া শতক, প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের টার্গেট দিয়েছে কিউইরা। দলের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন।

বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দুই কিউই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। দলীয় ৪৮ রানে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। ব্যক্তিগত ২১ রানে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ইয়ং।

প্রথম উইকেটের পতন হলে কেন উইলিয়ামসনলে সঙ্গে নিয়ে ১৬৪ রানের বিশাল জুটি গড়েন রবীন্দ্র। শতক তুলে নিয়ে রাবাদার বলে ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে খেলেন ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস।

শতক তুলে নেন আরেক ব্যাটার কেন উইলিয়ামসনও। ১০২ রান করে উইয়ান মুল্ডারের বলে লুঙ্গির তালুবন্দি হন তিনি।

বাকি ব্যাটারদের মধ্যে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে আসে যথাক্রমে ৪৯ ও ১৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

প্রোটিয়াদের পক্ষে ৩টি উইকেট তুলে নিয়েছেন লুঙ্গি। এছাড়া ২টি উইকেট পান রাবাদা।

আর্কাইভ