
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১০:২২ এএম
নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব অবৈধ অংশ ভেঙে ফেলার কড়া হুঁশিয়ারি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের। জরিমানা, ভবন সিলগালাসহ বিভিন্ন শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি রাজউককে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান সদ্য নিয়োগপ্রাপ্ত এই চেয়ারম্যান।
যানজট, দূষণ কিংবা জলাবদ্ধতা নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে অনিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠে অসংখ্য ভবন।
অবৈধ ভবনের কাজ স্থগিত রাখার নির্দেশনার পাশাপাশি পর্যায়ক্রমে অবৈধ অংশ ভেঙে ফেলার কাজও শুরু করেছে রাজউক। তবে শাস্তি হিসেবে প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবন সিলগালা করার কথাও জানিয়েছে রাজউক।
ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজউক। এসব অবৈধ অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ড্যাপের পরিকল্পনা অনুযায়ী, ২ কোটি ৩৫ লাখ মানুষের জন্য ঢাকাকে বাসযোগ্য করে তোলাই লক্ষ্য। এ ক্ষেত্রে জোনভিত্তিক পরিকল্পনার কথাই বলছে রাজউক। বিভিন্ন অনিয়মে রাজউক দায় এড়াতে পারে না উল্লেখ করে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে রাজউককে ঢেলে সাজানোর কথা বলছেন গুরুত্বপূর্ণ এই সেবাসংস্থার চেয়ারম্যান।
নগরের পানি, বিদ্যুৎ, গ্যাসের মতো সেবা সংস্থার বিষয়ে সমন্বিত সিদ্ধান্তের ওপরও গুরুত্ব দেন রাজউক চেয়ারম্যান।