
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১০:১৯ এএম
রাজধানীর মিরপুর ১১ নম্বরের সি ব্লকে ঝুট গুদামে লাগা আগুন য়িন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়য়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৭টার কিছু সময় আগে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল ৯টার দিকেও পুরোপুরি নেভানোর কাজ করতে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীদের।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যমতে, ৬টা ৫৭ মিনিটে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি নির্বাপণ করতে কাজ করছে ফায়ার সার্ভিস।
মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শাহজাহান সিরাজ বলেন, ‘আগুন পুরোপুরি নির্বাপণে কাজ চলছে। তদন্তে সাপাক্ষে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত জানা যাবে।’