প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৬:২৮ পিএম
দেশে অনেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকা
প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয়
ডোজের জন্য যারা অপেক্ষায়
রয়েছেন তারা খুব শিগগিরই
টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য
অধিদফতর।
রোববার
(১৮ জুলাই) নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান
অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি
বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের দ্বিতীয়
ডোজের টিকার অপেক্ষায় রয়েছেন অনেকে। আমরা তাদের বলব,
খুব দ্রুতই এটার অবসান ঘটবে।
টিকার চালান পেয়ে গেলেই দ্বিতীয়
ডোজের জন্য সুসংবাদটি আমরা
দিতে পারব।’
বর্তমানে
প্রায় ১৪ লাখ মানুষ
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে।
দেশে
গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে
করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয় কোভিশিল্ড
টিকার মাধ্যমে। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সরকার তিন কোটি ডোজ
টিকার জন্য চুক্তি করলেও
ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা
দিলে সেরামের সঙ্গে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ
কোভিশিল্ড পায় বাংলাদেশ।
তবে
ভারত সরকার দুবারে বাংলাদেশকে এ টিকা উপহার
দেয়। সব মিলিয়ে বাংলাদেশ
কোভিশিল্ড পেয়েছে ১ কোটি দুই
লাখ ডোজ। সে অনুযায়ী
এখন কোভিশিল্ডের ৮২ হাজার ৫৫৯
ডোজ টিকা অবশিষ্ট আছে
বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সম্রাট/এম. জামান