• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

‘হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে অ্যাপে অভিযোগ দিন’

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৪:৩২ পিএম

‘হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে অ্যাপে অভিযোগ দিন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, কোরবানির পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পেলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতে দেখা গেলেই ডিএনসিসিরসবার ঢাকাঅ্যাপে অভিযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৮ জুলাই) রাজধানীর ভাটারার সাইদনগর হাট পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র আতিক বলেন, “কোনো হাটে যদি স্বাস্থ্যবিধি না মানতে দেখেন তাহলেসবার ঢাকাঅ্যাপে অভিযোগ দায়ের করুন। প্রতিটি হাটে পাঁচজন করে কাউন্সিলর দায়িত্বে আছেন, তাদেরকে বলুন। তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে অ্যাপে জানান। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘৯টি হাটের জন্য ডিএনসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত রয়েছেন। ম্যাজিস্ট্রেটদের আমি বলেছি কোনো হাটে স্বাস্থ্যবিধি মানা না হলে সেটি যেন দ্রুত বন্ধ করে দেয়া হয়। হাসিল ঘর বন্ধ করে দিলেই হবে। এবার আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব কঠোর।

হাটে আসা বিক্রেতা ব্যবসায়ীদের করোনা পরীক্ষার ব্যবস্থা থাকছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এবারই প্রথম আমরা ৯টি হাটে এন্টিজেন পরীক্ষার মাধ্যমে দ্রুত করোনা টেস্টের ব্যবস্থা রেখেছি। ব্র্যাক এটা করছে। অনেকেই ঢাকার বাইরে বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে আসছেন। এমন কারও মধ্যে যদি করোনা পজিটিভ পাওয়া যায়, সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে তাকে হাট থেকে সরিয়ে ফেলা হবে।

আসন্ন ঈদুল আজহায় সবাইকে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার আহ্বান জানান উত্তরের মেয়র। তিনি বলেন, ‘২৭০টি স্থান (৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে) নির্ধারণ করা দেয়া হয়েছে। আমরা আহ্বান জানাব সবাই যেন সেখানে পশু কোরবানি করেন।

সম্রাট/সবুজ/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ