• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

উৎসব উদ্‌যাপনে দেশবাসীকে অনুপ্রাণিত করছে সরকার: রিজওয়ানা হাসান

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৯:২৭ পিএম

উৎসব উদ্‌যাপনে দেশবাসীকে অনুপ্রাণিত করছে সরকার: রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীকে নানা উৎসব উদ্‌যাপনের জন্য উৎসাহ এবং অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে এজ ওয়াটার গ্যালারিতে অনুষ্ঠিত ‘ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইল’ শীর্ষক প্রদর্শনীতে অংশ নেন তিনি।

উপদেষ্টা আরও জানান, মানুষের মাঝে রাজনীতি কিংবা অন্যান্য বিষয়ে মতবিরোধ থাকলেও সংগীত ও সংস্কৃতি ভিন্নমতের মানুষদের মধ্যে ঐক্য গড়তে সহায়ক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য বাংলাদেশের টেক্সটাইল সংস্কৃতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার জন্য গুলশান-২-এ আয়োজিত হচ্ছে মাহিন খান প্রযোজিত ইউসিবি বৈশাখী উৎসব।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ