• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাফনের কাপড় মাথায় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৪:৪৭ পিএম

কাফনের কাপড় মাথায় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬ দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে ও মাথায় সাদা কাপড় বেঁধে গণমিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে তারা এ মিছিল শুরু করে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারাদেশে মশাল মিছিল করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে প্রতারণা করা হয়েছে বলে এ সময় অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ