• ঢাকা বুধবার
    ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
জুলাই আন্দোলনে গুলি

সহকারী কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৮:০২ পিএম

সহকারী কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীও গ্রেফতার হয়েছেন।

এরমধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বিসিএস অ্যাডমিন ক্যাডারকে জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতার করা হলো।

সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক এসএমএসের মাধ্যমে এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেফতার হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়।

৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। আর অনির্বান চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন।

গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গ্রেফতার দুই কর্মকর্তাই নরসিংদীতে কর্মরত ছিলেন।

আর্কাইভ