• ঢাকা বৃহস্পতিবার
    ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি সারোয়ার কবির দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:২৯ পিএম

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি সারোয়ার কবির দুই দিনের রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

এর আগে কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে। জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে আদালতে তোলা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ এপ্রিল রাতে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার ‘দীবা গার্ডেন’ নামের একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায়, গত ১ মার্চ থেকে তিনি ওই বাসায় আত্মগোপনে ছিলেন।

পরদিন তাকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ (সদর) আসন থেকে এমপি নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ