• ঢাকা শুক্রবার
    ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সিলেটে লাল গালিচা দেখেই রেগে আগুন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৩:৪১ পিএম

সিলেটে লাল গালিচা দেখেই রেগে আগুন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটি নিউজ ডেস্ক

সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে আগুন হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সিলেটে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলেতে শোনা গেছে, ‘কত বার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল পুনরুদ্ধারে গিয়ে লাল গালিচায় উঠেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। যা সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। পরে যার ব্যাখ্যাও দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ওই ঘটনার পর থেকেই লাল গালিচা নিয়ে সতর্ক অবস্থানে সরকারের উপদেষ্টারা। যার প্রতিফলন এবার দেখা গেল সিলেটে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ