• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২০ কি.মি. যানজট

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১১:১১ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২০ কি.মি. যানজট

দেশজুড়ে ডেস্ক

ঈদুল আজহার আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে বাড়ি ফিরছেন মানুষজন। ভোগান্তিকে সঙ্গী করে নিয়ে যাচ্ছেন তারা। গণপরিবহন ও পশুবাহী যানবাহন বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে।

সবশেষ কয়েক দিন ধরেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সঙ্গে বেড়েছে যানজটও। ঈদের প্রায় শেষ মুহূর্তে এসেও বেড়েছে কমেনি যানবাহনের চাপ। আজ রোববারও (১৮ জুলাই)  মহাসড়কটিতে যানজট দেখা যাচ্ছে। সেখানে প্রায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা।

ঘরমুখো পরিবহনের চাপ, দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহন চলাচলে বাধার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রোববার (১৮ জুলাই) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট দেখা গেছে। উত্তরবঙ্গাগামী লেনে গাড়ি আটকে রয়েছে। তবে ঢাকামুখী লেনে থেমে থেমে গাড়ি চলছে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করে চরম বিপাকে পড়েছে চালক ও যাত্রীরা। নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছে না তারা। এদের মধ্যে বেশি সমস্যা পড়েছে নারী ও শিশুরা।

এ ছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইয়াসির আরাফাত বলেন, ‘মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যানজট নিরসনে কাজ চলছে।’

মামুন/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ