
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:৩৭ এএম
রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন নাজিমুদ্দিন রোডে লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় একজনের মৃত্যু হয়েছে ও অসুস্থ হয়েছেন আরও সাতজন।
তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
নিহত নাম আমিন উদ্দিন (৭৫)। তিনি ওই ভবনের দ্বিতীয় তলায় রিয়েল উট সলিউশন নামক ফার্নিচারের দোকান দেখাশোনা করতেন এবং সেখানেই ঘুমাতেন।
ফার্নিচারের দোকান মালিক আতিকুর রহমান বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে ভবনের নিচতলায় একটি লেপ-তোষকের দোকানে আগুন লাগে এতে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পরে। ধোঁয়াতে বেশ কয়জন অসুস্থ হয়ে পড়ে।
দ্বিতীয় তলায় থাকা আমিন উদ্দিন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় আহতরা হলেন- শাকিব (২২), মমতাজ (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২) তালহান (০৪), ইকবাল (৪৭), মুশপিকা(২৫)।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সাতজন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
মৃত আমিন উদ্দিন যশোর জেলার সুরমা উপজেলার উরাসি গ্রামের মৃত আলী আকবরের ছেলে।