
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৩:৩০ পিএম
মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা ডেকেছেন তিনি।
শনিবার (৫ এপ্রিল) দুপুরের পর এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ জরুরি সভা ডেকেছেন। এতে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে আলোচনা হবে।
সভায় শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে, নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।
এশিয়ার দেশগুলোর মধ্যে চীনে-৩৪ শতাংশ, ভিয়েতনাম-৪৬ শতাংশ, তাইওয়ান-৩২ শতাংশ, জাপান-২৪ শতাংশ, ভারত-২৬ শতাংশ, দক্ষিণ কোরিয়া-২৫ শতাংশ, থাইল্যান্ড-৩৬ শতাংশ, মালয়েশিয়া-২৪ শতাংশ, কম্বোডিয়া-৪৯ শতাংশ, বাংলাদেশ-৩৭ শতাংশ, সিঙ্গাপুর-১০ শতাংশ, ফিলিপাইন-১৭ শতাংশ, পাকিস্তান-২৯ শতাংশ, শ্রীলঙ্কা-৪৪ শতাংশ, মায়ানমার-৪৪ শতাংশ, লাওস-৪৮ শতাংশ।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা কার্যকর করা হবে আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে। আর যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ঘোষণা করা হয়েছে, তা কার্যকর হবে আগামী ৯ এপ্রিল মার্কিন স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে।