• ঢাকা সোমবার
    ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

৮৭ শতাংশ শহিদ পরিবারকে ৩৭ কোটি টাকা দিয়েছে জুলাই ফাউন্ডেশন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৭:০৬ পিএম

৮৭ শতাংশ শহিদ পরিবারকে ৩৭ কোটি টাকা দিয়েছে জুলাই ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গেজেটেড শহিদদের মধ্যে ৮৭ দশমিক ১৩ শতাংশ শহিদ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনটির পক্ষ থেকে শুক্রবার (২৮ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় গত বছরের ১০ সেপ্টেম্বর। তখন থেকে এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট ৭৪৫ জন শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দিতে পেরেছি, যা মোট শহীদ পরিবারের ৮৭ দশমিক ১৩ শতাংশ। আইনি জটিলতায় ১০০ জন শহিদ পরিবারের সহায়তা আটকে রয়েছে।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে, যা মোট আহতের ৩৮ দশমিক ৩৯ শতাংশ। আহত ও শহীদ পরিবারের জন্য দেওয়া সরকারি ফান্ডের মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের আরেক কার্যনির্বাহী সদস্য বলেন, আর্থিক সহায়তার বাইরের আহত ও শহীদ পরিবারের জন্য আমরা নানামুখী প্রকল্প হাতে নিয়েছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, যাতে আহতদের কোনও কাজের ব্যবস্থা করা যায়। আমরা চেষ্টা করছি, শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা, ভোকেশনাল ট্রেইনিংয়ের মাধ্যমে আহতদের কোনোভাবে কর্মক্ষম করা যায় কিনা। আমাদের নানা পরিকল্পনা রয়েছে।

আর্কাইভ