• ঢাকা শুক্রবার
    ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শেষ কর্মদিবসে তীব্র যানজট, ভোগান্তিতে চাকরিজীবীরা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৫:২৯ পিএম

শেষ কর্মদিবসে তীব্র যানজট, ভোগান্তিতে চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সড়কে যানজট নতুন কিছু নয়। পবিত্র রমজান মাসে ইফতারের আগমুহূর্তে প্রতিদিনই তীব্র যানজটের ভোগান্তিতে পড়ছে নগরবাসী।

ঈদের ছুটির আগে আজ শেষ কর্মদিবসও এর ব্যতিক্রম দেখা যায়নি। বরং অন্যান্য দিনের তুলনায় যানজট আরো তীব্রতর হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে অফিস শেষ রাজধানীর বিভিন্ন সড়কে যানজটে এই চিত্র দেখা যায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৮ মার্চ)। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। এদিন সকালে অফিস শুরুর সময় তেমন যানজটের দেখা মেলেনি।  তবে বিকেলে অফিস শেষে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিন ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, বিকাল সাড়ে ৩টার পর বিভিন্ন অফিস ছুটি হলে সড়কে তীব্র যানজট শুরু হয়। রাজধানীর বাংলামোটর, শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণি, রামপুরা, গুলশান, সায়েন্সল্যাব, গুলিস্তান, পল্টন, জিগাতলা, মহাখালী, বাড্ডা, তেঁজগাও, নিকেতন এলাকায় দীর্ঘ সময় আটকে থাকতে হয় বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের।

আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় অনেকে আজ অফিস শেষ বাড়ির পথ ধরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু যানজটের কারণ তাদের সেই পরিকল্পনা সফল হবে কিনা তা নিয়ে সংশয়ে পড়েছেন।

তেমনি একজন চাকরিজীবী মো. ইয়াসিন বলেন, আগামীকাল থেকে ছুটি শুরু। ভেবেছিলাম আজ অফিস শেষে বাড়ি চলে যাব। কিন্তু রাস্তার যে অবস্থা ইফতারের আগে বাসায়ই পৌঁছাতে পারব বলে মনে হয় না। তাই হয়তো কাল বাড়ির পথ ধরতে হবে।

আসলাম হোসেন নামের আরেক চাকরিজীবী বলেন, প্রতিদিনই ইফতারের আগে যানজটে কষ্ট করতে হয়। আজ যানজট আরো বেশি। বিশেষ করে মার্কেট এলাকাগুলোয় যানজট অনেক।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ