
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৩:০৪ পিএম
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের আগে বায়তুল মোকাররম এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে।
সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান ও এপিসি কার। পাশাপাশি দুটি প্রিজন ভ্যানও রাখা হয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবহারের জন্য প্রস্তুত।
বায়তুল মোকাররম মসজিদের প্রতিটি প্রবেশপথে কঠোর নজরদারি চলছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়েও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিরাপত্তার স্বার্থে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগ তল্লাশি করছে পুলিশ। গোয়েন্দা পুলিশের সদস্যরাও বিশেষ জ্যাকেট পরে নজরদারি চালাচ্ছেন। নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট পুরো এলাকা পর্যবেক্ষণে রেখেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতির কারণে পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।