
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৭:০৩ পিএম
মিথ্যা তথ্য দিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়েছে- এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ৩৩ কোটি টাকা প্রদানে বাধ্য করার অভিযোগে শেখ হাসিনাকণ্যা পুতুলের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে সূচনা ফাউন্ডেশনের অনুদানেও কর সুবিধা বাতিল করা হয়েছে। এরপর ৪ মার্চ প্রতিষ্ঠানটির ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।
পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। যার মধ্যে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগেও দুদক একটি মামলা করেছে।
স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ছিলেন।