
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:২০ পিএম
মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) আরও দু’বার তার কার্ডিয়াক অ্যারেস্ট (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শিশুটির বিষয়ে প্রেস উইং জানায়, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হলে প্রায় ৩০ মিনিট সিপিআর দেয়ার পর রিভার্স করেছে। এছাড়া শিশুটির ব্রেন ফাংশন করছে না এবং জিসিএস অর্থাৎ কোমা লেভেল এখন ৩; সুস্থ্য মানুষের যা থাকে ১৫।
বর্তমানে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে। তার রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম বলেও জানিয়েছে প্রেস উইং।
উল্লেখ্য, গত পহেলা মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়া হয়েছে।