
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০২:১৬ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি না থাকা সত্ত্বেও রাজধানীতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এক পর্যায়ে বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়েছেন এতে অংশ নেওয়া কর্মীরা। তবে বড় অংশই মিছিল নিয়ে কয়েকটি সড়ক ঘুরেছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেট থেকে মিছিল বের করে হিযবুত তাহরীর। পুলিশের বাধা টপকে সামনে এগিয়ে যেতে থাকে মিছিল। এ সময় ওই সড়কে সেনাবাহিনীরও অবস্থান ছিল।
মিছিলটি সামনে এগোতে থাকে নানা স্লোগানে। নানা ব্যানার হাতে দেখা যায় অনেককে। বেলা ২টার কিছু সময় আগে পুলিশ টিয়ার গ্যাসেল শেল ছোড়ে। ধাওয়া দেয় মিছিলকারীদের।
এদিকে, শুক্রবার জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ শুক্রবার এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
এরআগে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।