• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ মার্চ, ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১
জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন

‘আন্দোলন দমনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেন শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনরা’

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৭:৫১ পিএম

‘আন্দোলন দমনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেন শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনরা’

সিটি নিউজ ডেস্ক

গত বছরের জুলাই-আগস্ট মাসে চলা ছাত্র-জনতার বিক্ষোভ দমাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছিল শেখ হাসিনাসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা। আজ সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এ তথ্য জানান হাইকমিশনার ভলকার তুর্ক।

ভলকার তুর্ক বলেন, গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার তথ্যও মিলেছে। অভ্যুত্থানে অনেক তরুণ আহত হয়েছে উল্লেখ করে এসময় তিনি তাদের জরুরি চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতে গুরুত্ব দেন।

এসময় ভলকার তুর্ক বাংলাদেশে সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই প্রচেষ্টা জবাবদিহিতা নিশ্চিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বক্তব্যে আসিফ নজরুল জানান, মানবাধিকার, জবাবদিহি নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে। সেইসঙ্গে অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ