• ঢাকা সোমবার
    ০৩ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শাহজাদপুরে বহুতল ভবনে আগুন, নিহত ৪

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০১:৫১ পিএম

শাহজাদপুরে বহুতল ভবনে আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেল নামে ওই রেস্তোরায় আগুন লাগে। সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ২ ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতদের সবার মরদেহ ভবনটির ছয় তলায় পাওয়া গেছে। এর মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে ও তিনটি সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিড়ির দরজায় তালা দেয়া ছিল। নিহত ৪ জনের সবাই পুরুষ। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

আর্কাইভ