• ঢাকা শুক্রবার
    ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দেড় হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১১:১৭ এএম

দেড় হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিটি নিউজ ডেস্ক

মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় তাকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদপুর সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

সেনাবাহিনী জানায়, বেশ কিছুদিন ধরে ওই মাদক ব্যবসায়ীর খোঁজ চালাচ্ছিলো তারা। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পারভেজ। তিনি ঢাকার বিভিন্ন স্থানে মাদকের বড় ধরনের ডিলার ছিলেন। এছাড়াও তিনি কয়েকটি সন্ত্রাসীবাহিনী পরিচালনা করতেন, যার অনেকেই যৌথবাহিনীর কাছে বিগত কয়েক মাসে গ্রেফতার হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে র‍্যাবের কাছে চুয়া সেলিম নামক জেনেভা ক্যাম্পের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে তার স্থলাভিষিক্ত হন গ্রেফতার হওয়া পারভেজ। গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে ১৫০০ পিস ইয়াবা, ৪ টি পাসপোর্ট, ৯টি মোবাইল ফোন, ১৮ টি সিম কার্ড ও মাদক বিক্রির অবৈধ নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পারভেজ কে উদ্ধারকৃত সকল আলামত সহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগণের মনে স্বস্তি আনতে সেনাবাহিনীর এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আর্কাইভ