• ঢাকা বৃহস্পতিবার
    ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা নিয়ে হাতাহাতির ঘটনায় আহত ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৭:১৪ পিএম

নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা নিয়ে হাতাহাতির ঘটনায় আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক‍্যান্টিনে নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় দুইজন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহতরা হলেন, সমন্বয়ক মিশু ও আকিব আল হাসান। বর্তমানে তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে ঝড়ো হন। এ সময় অপরপাশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বঞ্চিত দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নয়া ছাত্র সংগঠনে বঞ্চিত করা হচ্ছে। তারা এই কমিটি মানেন না বলেও জানান।

এদিকে, বিক্ষোভ-হাতাহাতির ঘটনার মধ্যেই নতুন ছাত্রসংগঠনের ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার।

সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে।

নয়া এ ছাত্র সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে। লিমন মাহমুদ হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহির আলমকে সদস্য সচিব, আল আমিন সরকারকে সিনিয়র সদস্য সচিব, হাসিব আল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদি মুখপাত্র হয়েছেন।

আর্কাইভ