• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
জুলাই গণহত্যা মামলা

তিন পুলিশের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:৪৩ পিএম

তিন পুলিশের তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই গণহত্যা মামলায় সাবেক ওসি আরশেদসহ তিন পুলিশ সদস্যের তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এদিন শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিক ও চানখারপুলে শুয়ে-বসে গুলি করে আলোচনায় আসা সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময়ের আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

এছাড়া প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২ মার্চ আরশাদ হোসেনকে একদিনের এবং ৩ মার্চ ইমাজ হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

অন্যদিকে বাড্ডা রামপুরা এলাকার এস আই চঞ্চল কুমার সরকারকে প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইবুনাল আগামী ২৭ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

প্রসিকিউশনের পক্ষে রোববার শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার, গাজী এমএইচ তামিম।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ