• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১০:৫০ পিএম

ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে একদিন ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় দেশে তৈরি একনলা বন্দুক একটি, কার্তুজ দুইটি, রামদা চারটি, চাপাতি দুইটি, ছুরি একটি, এলজি একটি ও একটি কেঁচি উদ্ধার হয়।

গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ