• ঢাকা বৃহস্পতিবার
    ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

নাহিদ ইসলাম মন্ত্রণালয় ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেবেন: সারজিস আলম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:৫১ পিএম

নাহিদ ইসলাম মন্ত্রণালয় ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেবেন: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে নাহিদ ইসলামকে আহ্বান জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় আমাদের সামনের সারিতে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন তিনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটি রিসোর্টের কনভেনশন সেন্টারে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক’ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, চলতি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। ফ্যাসিস্টবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে। সেই দলে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে কেউ এই দলের নাম ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে দেশে আরেকটা গণ বিপ্লব হবে। আগামী নির্বাচন হবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে । এই নির্বাচনে কোনো দল যদি ৩’শ আসনেই জয়ী হয়, তবে আমাদের কোনো আপত্তি থাকবেনা। আমরা সেটা মেনে নেবো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পালানোর আগেই নিজের পরিবারের সদস্যদের আগেই পালানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু দলের অঙ্গসহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের খবর নেয়নি। ক্ষমতায় থাকতে তিনি যুবলীগ, ছাত্রলীগকে টিস্যু হিসেবে ব্যবহার করেছে।

দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন খুনি শেখ হাসিনা ও তার দোসরা বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দিচ্ছে। এতে যারা সাড়া দিয়ে দেশের ভেতরে বসে কিছু করার চেষ্টা করবেন তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতার হয়ে জেলে থাকতে হবে।

আর্কাইভ