• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

রাজধানীতে কোটি টাকা ছিনতাই: গ্রেফতারের ১১ দিনের মধ্যেই আসামির জামিন!

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:০১ পিএম

রাজধানীতে কোটি টাকা ছিনতাই: গ্রেফতারের ১১ দিনের মধ্যেই আসামির জামিন!

গুলশানে পিটিয়ে ও কুপিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেয়ার মামলার প্রধান দুই আসামি।

সিটি নিউজ ডেস্ক

রাজধানীতে একদিকে ঘটছে একের পর এক দুর্ধর্ষ ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। অন্যদিকে জামিনে বের হচ্ছেন এসব ডাকাত ও ছিনতাইকারীরা। রাজধানীর গুলশানের মতো কূটনৈতিক এলাকায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেয়ার মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতারের ১১ দিনের মধ্যেই জামিন দিয়েছেন আদালত। অভিযোগ উঠেছে, বাদীপক্ষের আইনজীবীকে অবগত না করেই গোপনে জামিন দেয়া হয় ওই দুই আসামিকে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে রয়েছে দায়সারাভাবের অভিযোগ।

২১ জানুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানের ওয়েস্টিন হোটেলের বিপরীতের রাস্তায়, মানি এক্সচেঞ্জার ব্যবসায়ী ও তার সঙ্গে থাকা আরেকজনের গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। মাথায় রড ও ইট দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত। এ ঘটনায় গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার প্রধান আসামি ইয়াসিন ও একটি বাহিনীর সদস্যসহ ৮ জনকে ডাকাতির এক লাখ টাকাসহ গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করে র‌্যাব।

কিন্তু গ্রেফতারের মাত্র ১০ দিনের মাথায় প্রধান আসামি ইয়াসিনসহ দুজনকে জামিন দেন আদালত। বাদীর আইনজীবী ইলিয়াস হাওলাদারের অভিযোগ, মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন শুনানিতে তাদের অবগত না করেই গোপনে জামিন দেয়া হয়েছে।

জামিন বাতিলে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

এ মামলায় পুলিশের বিরুদ্ধেও দায়সারাভাবে কাজের অভিযোগ উঠেছে। এখনও কোনো আসামি ধরতেও পারেনি তারা, উল্টো চুরির ধারা যুক্ত করেছে। আলামত ও ঠিকভাবে উপস্থাপন করেনি আদালতে। এসব বিষয়ে কোনো উত্তর নেই গুলশান থানার।

মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গুলশান থানার উপ পরিদর্শক মারুফ আহমদ ফোনে বলেন, যা হয়েছে ঊর্ধ্বতনদের নির্দেশেই হয়েছে।

মারুফ আহমদ বলেন, "এরা সংঘবদ্ধ চক্র। এরা এই কাজই করে। স্যারের সাথে আলাপ করে যদি তদন্তের ভেতরে ওই রকম কিছু পাই, ব্যবস্থা নেব। উনাদের সিদ্ধান্তের বাইরে তো যেতে পারব না।"

জামিন পাওয়া আসামি ইয়াসিন হত্যাচেষ্টা, অপহরণসহ একাধিক মামলার চিহ্নিত অপরাধী। আরেক আসামির নামে এ ঘটনা ছাড়াও রয়েছে জাল টাকার মামলাও। এমন আসামিদের জামিনে ন্যায় বিচার নিয়ে শঙ্কায় ভুক্তভোগী ব্যবসায়ী কাদের শিকদার।

দুর্ধর্ষ ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় মামলা নিতে ও জামিন দিতে সংশ্লিষ্টদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান ভুক্তভোগীদের।

আর এ বিষয়ে সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন,  "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। এমন অবস্থায় আসামিরা এতো দ্রুত জামিনে বের হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। "

আর্কাইভ