প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০১:৫৬ পিএম
ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। দেশটিতে অবস্থান করে তখন থেকেই নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতা হারানো সাবেক এই প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে লাইভে বক্তব্য রাখার ঘোষণা দেন তিনি।
তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, `শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।`
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে।`
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও এক স্ট্যাটাসে বলা হয়েছে, ‘যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাহস দেখাবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।’