• ঢাকা শনিবার
    ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ,পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:৩০ পিএম

তিতুমীরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ,পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যান। বিকেল পৌনে ৪টার দিকে সড়কের পর মহাখালীতে রেললাইনও বন্ধ করে অবরোধ করেন তারা। এ সময় দাবি আদায়ের আহ্বান জানান শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেয়া তিতুমীর কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।’

এদিকে অবরোধের কারণে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে।

এর আগে গত ১৮ নভেম্বর একই দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

 

আর্কাইভ