প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১০:৪৫ পিএম
সারাদিন রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনে আহতরা অবস্থান নেন।
জানা যায়, আন্দোলনে আহতদের একটি পক্ষ চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে অবস্থান নেয়ার চেষ্টা করলে অপর একটি পক্ষ সেখানে বাধা দিতে আসে। এসময় দুপক্ষের আহতদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে, বাঁধা দিতে আসা পক্ষটি স্থান ত্যাগ করে। প্রথম পক্ষটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন শ্লোগানে তাদের দাবি তুলে ধরে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।
এর আগে, সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে বিক্ষোভ করছেন আন্দোলনের আহতরা।