প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:২০ পিএম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের অবরোধে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গত কয়েকদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কে রয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধের কারণে কয়েকদিন ধরেই ব্যাপক ভোগান্তি হচ্ছে। রোববারও সকালেও মহাখালীতে কলেজটির ক্যাম্পাসের সামনের সড়ক বাঁশ দিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা।
এ সময় গুলশান মোড় থেকে মহাখালী পর্যন্ত সড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এর আগে একই দিন রাজধানীর এনইসিতে একনেক সভা শেষে ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘হঠাৎ করে সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। আমরা এখন থেকে আর এ ধরনের সময় বেধে দেওয়া দাবির মুখে, এমন সিদ্ধান্ত নেবো না যেটা শুধু আমাদের সময়ের না, ভবিষ্যতের বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।’
এদিকে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
কলেজটির শিক্ষার্থী আব্দুল হামিন বলেন, ‘তিতুমীর কলেজকে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে, গত শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঢাকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে এবং তিতুমীর কলেজের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করে এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।