প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০১:২৫ পিএম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণারা দাবিতে মহাখালীতে কলেজের সামনের সড়ক বাঁশ দিয়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি চিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে শ্যামলীর প্রধান সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতেরা।
আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পঞ্চম দিনের মতো তাঁরা তাঁদের কর্মসূচি পালন করছেন। এই সময়ে সড়কের দুই পাশ আটকে দেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, অবরোধ কারণে গুলশান মোড় থেকে মহাখালী পর্যন্ত সড়কের দুপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।
রোববার দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী আলী আহমদ শনিবার সন্ধ্যায় জানান, বিশ্ব ইজতেমার জন্য সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলন শিথিল থাকবে।
এদিকে, শ্যামলী এলাকায় থেকে সরেজমিনে দেখা যায়, বেলা ১২টার দিকে আহতেরা আসাদগেট থেকে কল্যাণপুর সড়কের শ্যামলী অংশের সড়কের দুপাশে অবস্থান নিয়েছেন। এতে করে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। অনেক আহত সড়কের শুয়ে অবস্থান নিচ্ছেন।
এরআগে, একই দাবিতে শনিবার রাত ১১টার দিকে আন্দোলনে আহতেরা একই দাবিতে পঙ্গু হাসপাতলের সামনের সড়ক অবরোধ করে। এতে করে শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
তাদের অনেক হয়রানির স্বীকার হতে হচ্ছে। মুষ্টিমেয় কিছু রোগী ক্ষতিপূরণ পেলেও অধিকাংশদের এখনও দেয়া হয়নি অর্থ সহায়তা। পুনর্বাসনেও নেয়া হয়নি কোনো পদক্ষেপ।
শনিবার রাতে একই এলাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন আহতেরা।