
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৬:১১ পিএম
ফেব্রুয়ারিতে সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন দেবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এরপর সে আলোকে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।
বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, এই সরকার এমন কোনো আইন করবে না যেটা সাধারণ মানুষের কথা বলার অধিকার হরণ করে। সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে সরকার বা পুলিশ মামলা করেনি, ভিক্টিমরা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়াও তিনি জানান, এই সরকারের আমলে রফতানি বেড়েছে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বেড়েছে। পৃথিবীর চারটি বড় কোম্পানি চট্টগ্রামসহ অন্যান্য বন্দর ব্যবস্থাপনা করতে চায়। দেশের রফতানি বাড়ার কারণেই ওরা আগ্রহ প্রকাশ করেছে।
এসময় তিনি নিশ্চিন্ত থাকতে বলে উল্লেখ করেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক আসবে। আগের সরকার ইপিজেড করার নামে জমি দখল করেছিল। তাই কেউ বিনিয়োগ করতে চায় না। কোরিয়ান ইপিজেডের সমস্যা বিগত সরকার সমাধান করেনি। আমরা দ্রুতই সেই সমস্যার সমাধান করব।