
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৯:৫৪ এএম
এবারের অমর একুশে বইমেলা হবে পলিথিন বা পলি-প্রোপাইলিন মুক্ত। মেলার পরিবেশ নষ্ট হয় এমন কোনো ব্যাগে স্টলের বই বিক্রি করা যাবে না। সেই সাথে একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্য মেলায় নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলা একাডেমি।
ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হয় অমর একুশে বই মেলা। তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ।
প্রতি বছর মেলায় গড়ে প্রায় ৫০ কোটি টাকার বই বিক্রি হয়। প্রায় হাজারেরও বেশি স্টলে বিক্রি হয় প্রায় লাখ খানেক বই। এর বেশির ভাগই পলিথিন বা প্রোপাইলিন ব্যাগে। কিন্তু এবারের বই মেলায় এমন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ থাকছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বই মেলার পরিবেশ নষ্ট হয় এমন ব্যাগের বিকল্প কাগজ ও কাপড়ের ব্যাগে যোগান দিতে প্রস্তুত রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
এ নিয়ে বাংলা এলকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানালেন, বইমেলার নীতিমালা বাস্তবায়নে সক্রিয় থাকবেন তাঁরা।
বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র ২০২৪ সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধে চুক্তি করেছিল। অথচ সে সময়সীমা পার হয়ে গেলেও এ বিষয়ে তেমন অগ্রগতি নেই।