প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০২:৪৭ পিএম
মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে আগামী মার্চে দেশটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমীন। আজ বুধবার দুপুরে এ কথা জানিয়েছেন তিনি।
সচিব রুহুল আমীন জানান, মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে মার্চে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর আগে কেউ চাইলে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে টাকা নিতে পারবে।
এ ছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি।
এর আগে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। পরে সেখান থেকে সরিয়ে দেওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি একটাই দ্রুত মালয়েশিয়া যাওয়া। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেননি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি।