• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজা‌রে সড়ক অব‌রোধ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১২:০১ পিএম

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজা‌রে সড়ক অব‌রোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজা‌রে সড়ক অব‌রোধ ক‌রে অবস্থান কর্মসূচি পালন কর‌ছেন মালয়‌শিয়া যে‌তে না পারা কর্মীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজা‌রে সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানান ভুক্তভোগীদের একাংশ।

গত বছর ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীদের ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারে সকাল থেকে সড়কের ওপর অবস্থান করেন এসব কর্মীরা। এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে পান্থপথ সড়কে যান চলাচল ব্যহত হয়।

আন্দোলনকারীরা জানান, গত বছর ৩১ মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তারা ধার-দেনা করে মালয়েশিয়া যাওয়ার জন্য বড় অঙ্কের খরচের টাকা জোগাড় করেছিলেন। ধারের টাকা শোধ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান। 

এই জানুয়ারির মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান আন্দোলনকারীরা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ