প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:২৩ পিএম
বিগত আওয়ামী লীগ সরকার দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছিল। বছরের পর বছর খাদ্য উৎপাদন বৃদ্ধির কথা বলা হলেও, বাস্তবতা ভিন্ন। এ কারণেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার প্রেস ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্যও দায়ী শেখ হাসিনা সরকার।
নিত্যপণ্যের বাজার নিয়ে অনেক দিন ধরেই অস্বস্তি রয়েছে ভোক্তাদের। প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। আবার বাজার থেকে ভোজ্যতেলের মতো পণ্য উধাও হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। সরকারি হিসাবে গত এক মাসে বাজারে চালের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ।
রাজধানীর একজন নিম্ন আয়ের বাসিন্দা বলেন, ‘বড় লোকদের টাকার বস্তা আছে, তারা ভাঙাচ্ছে আর খাচ্ছে। আর আমরা তো দিন এনে, দিন খাচ্ছি। এখন এক কেজি চাল কিনতে গেলেই হিমশিম অবস্থা। ইনকাম তো বাড়েনি। ইনকামের চেয়ে বাজারের দাম বেশি।’
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনপ্রত্যাশা থাকলেও, কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না– সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শেখ হাসিনা সরকারের মিথ্যা উৎপাদন তথ্য খাদ্যের দাম বাড়াতে ভূমিকা রেখেছিল। গত বছর অতিরিক্ত চাল উৎপাদনের দাবি করা সত্ত্বেও, সোয়া এক কোটি টন চাল আমদানি করা হয়েছিল। আলুর ক্ষেত্রেও সঠিক তথ্য দেয়নি বিগত সরকার।
শফিকুল আলম বলেন, ‘আমরা এমন জায়গায় আছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে যে আসলে আমাদের প্রকৃত তথ্যটা কি। আপনি একটা চুরির ইকোনোমিক্স তৈরি করলেন, সবকিছুই চুরির। আপনি পকেটের টাকা পয়সা চুরি করছেন এটা একটা জিনিস। আপনি তথ্য চুরি করেছেন।’
অর্থনৈতিক তথ্যের যথার্থতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রেস সচিব।