প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০১:৪৯ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিলো না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্যই এতো আলোচনা হচ্ছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে বিসিএস ও জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। আগে ভারতকে ছাড় দেয়া হলেও এখন আইনত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে। আগামীতে সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে সমাধান উঠে আসবে বলেও জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, দেশের অন্যতম সমস্যা দুর্নীতি। সেটির ব্যপারে বর্তমান সরকার জিরো টলারেন্সে আছে। এছাড়া ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে। তাই ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।