• ঢাকা রবিবার
    ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১

অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয়

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৩:০২ পিএম

অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে। এতে সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও ‘অর্থনৈতিক শ্বেতপত্র, সংস্কার ও বাজেট’ বিষয়ক সংলাপে তিনি এ অভিমত তুলে ধরেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনেকে শ্বেতপত্রের ভুল ব্যাখ্যা করছেন। সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য দিয়েছেন সরকারের ভেতরের অনেকে। প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক খাতে সরকার মনোযোগ দিলেও অর্থনৈতিক সংস্কারে রয়েছে মনোযোগের অভাব।

তিনি আরও বলেন, প্রবৃদ্ধির হার কমছে। এটা যে বাড়বে, তারও কোনো সম্ভাবনা নেই। এর মাঝেই, মধ্যমেয়াদি ফাঁদে আটকা পড়েছে দেশ। জ্বালানি নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা বলে জানান তিনি।

আর্কাইভ