প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৬:১২ পিএম
দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদকে ৪ বছর মেয়াদে ৫ জন কমিশনার নিয়োগের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি দুদকের মহাপরিচালক সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১২ তে উন্নীত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। দুদক সচিব ও মহাপরিচালক নিয়োগ উন্মুক্ত প্রক্রিয়ায় করারও সুপারিশ করা হয়েছে সংস্কার প্রস্তাবে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনে ১০ শতাংশের বেশি প্রেষণে নিয়োগ করা যাবে না। দুদকের ৫৪ ধারা বাতিল করার প্রস্তাব করা হয়েছে।’
এরআগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ৪ সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা। একে একে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সংস্কারের প্রস্তাবনা।
এসময় ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে উল্লেখ করেন তিনি বলেন, জাতির ঐক্যকে ধরে রাখতে হবে। আগামীর নির্বাচন হতে হবে ঐকমত্যের ভিত্তিতে।
গত অক্টোবর ও নভেম্বরে দুই ধাপে ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে ৪টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিল। এবার রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনার পালা।