প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৫:৩৯ পিএম
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার চারটি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর চারটি আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, `ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনগুলোর দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনার ভিত্তিতেই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে যাবে সরকার। এর জন্য বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর।`
আসিফ নজরুল বলেন, `বিচারের কাজ গুরত্বপূর্ণ, আশা করছি মার্চ থেকে শুনানি হবে। নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচার হবে। বিচার হবে সুষ্ঠু।`
এরআগে, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রব্যবস্থা সংস্কারে গঠিত চার কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই কমিশনগুলোর প্রধানেরা প্রধান উপদেষ্টার হাতে নিজ নিজ কমিশনের প্রতিবেদন তুলে দেন। পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচনব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রধানেরা আজ প্রতিবেদন জমা দিয়েছে। আর জনপ্রশাসন ও বিচার বিভাগের জন্য সময় বাড়ানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত।
রাষ্ট্রক্ষমতায় ভারসাম্যের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার আগে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দলের প্রধান হিসেবে দল চালান, সংসদের নেতা হিসেবে তিনি সংসদের ওপরেও নিয়ন্ত্রণ রাখেন। একই ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তিনি যা বলবেন রাষ্ট্রপতিকে তা শুনতেই হবে এর অন্যথা কোনো জায়গা বর্তমান ব্যবস্থায় নেই। সংবিধানের মধ্যেই ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ রয়েছে বলেও মনে করেন তিনি।
গত অক্টোবর ও নভেম্বরে দুই ধাপে ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে ৪টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিল। এবার রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনার পালা।