• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে এক কোটি মানুষ

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৫৫ এএম

টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে এক কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের টিকা নিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে দেশের এক কোটি মানুষ রেজিস্ট্রেশন করেছেন। বুধবার রাতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের টিকা নিতে সুরক্ষা অ্যাপে এখন পর্যন্ত দেশের এক কোটি মানুষ রেজিস্ট্রেশন করেছেন।’

এর আগে বুধবার বিকেল স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্জন্ত দেশে ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এরপর রাত নাগাদ বাকি নিবন্ধন সম্পন্ন হয়।

করোনার টিকা নেয়ার জন্যে গত ২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়। তবে পরবর্তীতে টিকার সংকট দেখা দিলে মে মাসের শুরু থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত করা হয়। সবশেষ গত ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন চালু হয়।

মামুন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ