• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
প্রসিকিউশন টিম

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ জড়িতদের কলরেকর্ড পেয়েছে রাষ্ট্রপক্ষ

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০১:১১ পিএম

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ জড়িতদের কলরেকর্ড পেয়েছে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। সেই সঙ্গে গুমের গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।  

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। ওইদিনই ভারতে চলে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

জুলাই–আগস্টের আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ