প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৮:০৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাঁদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এ মামলা।
আজ রোববার বিকেলে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিক ও রাজউকের কয়েকজন কর্মকর্তা।
ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে প্লট বরাদ্দে জালিয়াতির কথা জানান তিনি। প্রাথমিকভাবে ১৬ জনকে আসামি করা হলেও অনুসন্ধানে জালিয়াতির সাথে আর কারো সংশ্লিষ্টতা থাকলে তাদেরকেও অন্তর্ভুক্ত করার কথা জানান দুদক মহাপরিচালক।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘সরকারের সর্বোচ্চ পদাধিকার পদে বহাল থাকাকালে তাঁর ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।’
জানা যায়, পূর্বাচলে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। গত ২৭ ডিসেম্বর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।