প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০২:০৩ পিএম
বাংলাদেশ সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা এ ভবনের ৫ তলা পর্যন্ত কক্ষগুলোতে অফিস করা শুরু করেছেন৷ নয়তলা ভবনের পুড়ে যাওয়া ৪টি তলা বন্ধ রয়েছে।
ভবনটির পুড়ে যাওয়া অংশ সংস্কার করতে ১০-১২ দিন লাগবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ৭ নম্বরর ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা জানান, আজ ৫ তলা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, অফিসের কাজ চলছে৷ গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের এই ৭ নম্বর ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ভবনটি বন্ধ রাখা হয়েছিল৷
গত ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে চারটি তলা পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার ১১ দিন পর এ ভবনটি খুলল।
৭ নং ভবনের পাঁচতলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চারতলায় রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তিন তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দুই তলায় স্থানীয় সরকার বিভাগ। এসব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে অফিস করা শুরু করছেন।
এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি ও ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। সাত নং ভবনে অগ্নিকাণ্ডের পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। রোববার (৫ জানুয়ারি) সচিবালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
পুড়ে যাওয়া ষষ্ঠ থেকে নবম তলা ছাড়া রোববার সকাল থেকে এই ভবনে প্রবেশ করা যাচ্ছে। তবে লিফট চলছে না। পঞ্চম তলায় সিড়ির মুখে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বগত রয়েছেন। তারা কাউকে সেখানে উঠতে দিচ্ছেন না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি প্রাপ্তরাই করতে পারবেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে সাত নম্বর ভবন পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান।
তিনি সাংবাদিকদের জানান, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুড়ে যাওয়া ভবনের চারটি তলার সংস্কার কাজ সম্পন্ন হবে।
গণপূর্ত সচিব বলেন, ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরে সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। এ সময়ের মধ্যে আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়াররা বলেছেন তারা ১০-১২ দিনের মধ্যে করে দিতে পারবেন। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়।
তিনি বলেন, সাত নম্বর ভবনে এখনো পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে।