প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১১:২১ এএম
তীব্র শীতে কাঁপছে সারা দেশ। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। তবে আজ শনিবার কুয়াশা কম থাকায় কোথাও কোথাও সূর্যের দেখা মিলেছে। রয়েছে হিমেল বাতাসও।
আবহাওয়া অফিস বলছে, আগামী দু-তিনদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ দিনে গরমের অনুভূতি বাড়তে পারে। তবে সপ্তাহের শেষ দিকে সারা দেশে আবার শীত বাড়তে পারে। কয়েক বিভাগে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ শনিবার পঞ্চগড় ছাড়া আর কোথাও শৈত্যপ্রবাহ বইছে না। কুয়াশা কমে যাওয়ার কারণে সারা দেশের শীতের অনুভূতি কিছুটা কমতে শুরু করেছে। তবে ৮ জানুয়ারির পর থেকে সারা দেশে ফের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে। ফলে তখন ফের শীত জেঁকে বসতে পারে।
আবুল কালাম মল্লিক বলেন, ৭ ও ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এদিকে, আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দিন আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকতে পারে। আর কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে এসব এলাকার দিনের তাপমাত্র সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশের উত্তরাংশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।