• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ১১:২৭ এএম

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এ বছর ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন ভোটার বেড়েছে। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশ।

কমিশন জানিয়েছে, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯৯৪ জন।

কমিশন থেকে বলা হয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের তথ্য সংগ্রহ ২০ জানুয়ারি থেকে শুরু হবে।

আর্কাইভ