প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১১:৫০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত সাড়ে ১০টার পর সার্চ করে পাওয়া যায়নি।
আইডি খুঁজে না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ অনেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা সমকালকে জানিয়েছেন, খান তালাত রাফীসহ দুজন আন্দোলনকারীর ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে অন্যরা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন।
এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়েব আহমেদ তার ফেসবুক আইডিতে রাত ৯টার দিকে এক স্ট্যাটাসে বলেন, `যেসব আইডি খেয়ে দেয়া হয়েছে (বন্ধ করা হইসে) সেগুলোর লিংক/ভ্যালিড ইউআরএল দিন।`
তার স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণঅভুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার তথ্য দেওয়া হয়েছে।